একটা ছোট্ট বীজ
দেখো- কোন শব্দ না কোরে বেড়ে ওঠে।
আবার দেখো-
এক বিশাল গাছ-
প্রচন্ড শব্দ কোরে মাটিতে লুটিয়ে পড়ে!!
ধংসের শব্দ আছে প্রচন্ড !
জগতের সব সৃষ্টিই
বেড়ে ওঠে এক অপরূপ নৈশব্দে।
A seed grows with no sound
But a Tree falls with huge noise.
Destruction has noise
But Creation is quiet.
This the Power of Silence.
Grow silently.
No comments:
Post a Comment