১. নিজের জীবনের চেয়ে অন্যদের মূল্য বেশি- লিওনিডাস-প্রাচীন গ্রিসের ইতিহাসের অন্যতম বীর
২. নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়- থেমিসটোকলস- প্রাচীন গ্রিসের রাজনীতিক ও সমর নায়ক
৩. উদ্যম শেষ করো না- আলেকজান্ডার
দিগ্বীজয়ী বীর আলেকজান্ডার ভারতবর্ষে এসে যুদ্ধের পর যুদ্ধে পরাজিত হন এবং ফিরে যান। এ যুদ্ধের পর তিনি শিক্ষা লাভ করেন যে, উদ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
৪. যুদ্ধের সময় সর্বদা পেছন থেকে সহায়তা প্রয়োজন হয়- হ্যানিবল ইতালির কার্থেজ সেনাপতি ।
তিনি জানিয়েছেন, যুদ্ধে সর্বদা সৈন্যদের পেছন থেকে সহায়তা কাজে লাগিয়ে ব্যাপক সাফল্য পাওয়া যায়।
৫. ঝুঁকি নিতে হবে- জুলিয়াস সিজার
তিনি জানিয়েছেন, যে কোনো কাজের ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকিকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ঝুঁকি নিতে পারলে ব্যাপক সাফল্য পাওয়া যায়।
২. নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়- থেমিসটোকলস- প্রাচীন গ্রিসের রাজনীতিক ও সমর নায়ক
৩. উদ্যম শেষ করো না- আলেকজান্ডার
দিগ্বীজয়ী বীর আলেকজান্ডার ভারতবর্ষে এসে যুদ্ধের পর যুদ্ধে পরাজিত হন এবং ফিরে যান। এ যুদ্ধের পর তিনি শিক্ষা লাভ করেন যে, উদ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
৪. যুদ্ধের সময় সর্বদা পেছন থেকে সহায়তা প্রয়োজন হয়- হ্যানিবল ইতালির কার্থেজ সেনাপতি ।
তিনি জানিয়েছেন, যুদ্ধে সর্বদা সৈন্যদের পেছন থেকে সহায়তা কাজে লাগিয়ে ব্যাপক সাফল্য পাওয়া যায়।
৫. ঝুঁকি নিতে হবে- জুলিয়াস সিজার
তিনি জানিয়েছেন, যে কোনো কাজের ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকিকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ঝুঁকি নিতে পারলে ব্যাপক সাফল্য পাওয়া যায়।
No comments:
Post a Comment