Wednesday, February 13, 2019

আল কুরআনের কয়েকটি বিশেষ তথ্য


১. কুরআন শব্দের অর্থঃ অধিক অধিক পাঠ্য কিতাব।
২. কুরআন কোথায় সংরক্ষিত রয়েছেঃ আল্লাহর কাছে উম্মুল কিতাবে(রেফাঃ সূরা ৪৩ আয়াত ০৪)।
৩. কুরআন কিসে সংরক্ষিত রয়েছেঃ সুরক্ষিত ফলক বা লওহে মাহফুজে।
৪. কুরআনের মর্যাদা কিঃ কুরআন মহাবিশ্বের মালিক আল্লাহর বানী।
৫. কুরআন নাযিল হয়েছে কাদের জন্যেঃ সমগ্র মানব জাতির জন্যে(রেফাঃ সূরা ০২ আয়াত ১৮৫))
৬. কুরআনের মূল বিষয়বস্তু কিঃ মানুষ(রেফাঃ সূরা ০২ আয়াত ১৮৫ ও সূরা ১৪ আয়াত ০১)।
৭. কুরআন নাযিল করার উদ্দেশ্য কিঃ মানুষকে তার মুক্তির পথ দেখানো।
৮. কুরআন নাযিল করার পদ্ধতির নামঃ অহি।
৯. কুরআনের প্রথম অবতীর্ণ অহিঃ সূরা ৯৬ আল আলাক্ক আয়াত ১ থেকে ৫।
১০. কুরআনের শেষ অবতীর্ণ অহিঃ সূরা আল বাক্কারাহ, আয়াত ২৮১।
১১. কুরআন নাযিলের সূচনা কোন মাসেঃ রমযান মাসে (রেফাঃ সূরা ২ আয়াত ১৮৫) ।
১২. কুরআন নাযিলের সূচনা সালঃ অগাষ্ট মাস ৬১০ খৃষ্টাব্দ।
১৩. কুরআন নাযিলের সমাপ্তি সালঃ ৬৩২ খৃষ্টাব্দ।
১৪. কুরআন নাযিলের সূচনা যেখানেঃ সৌদী আরবের জাবালুন নূরের হেরা গুহায়।
১৫. কুরআনের মূল উপাদান কয়টিঃ ২টি। ১. ভাষা ২. বক্তব্য।
১৬. কুরআনের ১ম শব্দ কিঃ “পড়ো”।
১৭. কুরআনের সূরার সংখ্যাঃ ১১৪টি।
১৮. কুরআনের আয়াত সংখ্যাঃ ৬২৩৬।
১৯. কুরআনের “পারা”বা চ্যাপ্টার কয়টিঃ ৩০টি।
২০. কুরআনের রুকু সংখ্যা কয়টিঃ ৫৪০টি।
২১. কুরআনের সাজদার সংখ্যা কয়টিঃ ১৪টি।
২২. কুরআনের ১ম সূরাঃ আল ফাতিহা।
২৩. কুরআনের শেষ সূরাঃ আন নাস।
২৪. কুরআনের সবচেয়ে বড় সূরাঃ আল বাক্কারাহঃ আয়াত সংখ্যা ২৮৬।
২৫. কুরআনের প্রতি মুসলমানদের দ্বায়িত্বঃ কুরআনের বিষয়বস্তু জানা, মানা এবং মানুষের কাছে পৌছানো।
২৬. কুরআনের প্রতি ১ম ঈমান আনেনঃ পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজা রা.।
২৭. কুরআনে “আল্লাহ” নাম কতবার এসেছেঃ ২৬৯৭ বার।
২৮. কোন সূরার প্রতি আয়াতে আল্লাহর নাম রয়েছেঃ সূরা ৫৮, আল মুজাদালায়।
২৯. কুরআনে কতজন নবী রাসুলের নাম রয়েছেঃ ২৫ জনের।
৩০. কুরআনে মুহাম্মদ সা. এর নাম কতবার রয়েছেঃ ৫ বার
৩১. কুরআনে কতজন সাহাবার নাম রয়েছেঃ ১ জনের, যায়েদ রা.।
৩২. কুরআনে কতজন মহিলার নাম রয়েছেঃ ১ জনের, মরিয়ম।

No comments:

Post a Comment