আমাদের ১ম সন্তান মুমু যখন ৪ বছরের তখন
থেকে ও রাতে বাপের সাথেই নিদ যেতো। ওর জন্য আমাকে সব রাতেই লুলাবী(Lullaby) বা ঘুমপাড়ানী
গান বা ছড়া শোনাতে হতো ওর ছোট্ট পিঠে মৃদু চাপড় দিয়ে দিয়ে। এরকম একটি ছড়া অনেক দিন
পর মনে হলো। মুমু এখন আমার থেকে অনেক দূরে, কানাডার ভ্যানকুভারে। ও এখন ৩৮ ছুঁতে চলেছে।
ওর ২টি দুষ্টু মেয়ে রয়েছে। ও ওদের লুলাবী শোনায় কি না, জানিনা। মুমুর হয়তো মনে নেই ছড়াটি অথবা মনে আছে। কিন্তু
আমি মনে রেখেছি-
“নানান রকম খেলনা নিয়ে
খেলা করে খানিক,
ঘুমিয়ে গেছে মুমু সোনা,
ঘুমিয়ে গেছে মানিক।
রইলো পড়ে খেলান পুতুল
বেড়াল ঘোড়া যতো-
দুষ্টুমি আর করছে না কেউ
খেয়াল খুশীমত।
ভাত রান্নার ছোট্ট হাঁড়ি
অনেক পুতুল, ছোট্ট বাড়ী
ভাঙ্গা আয়না, পুঁতির হার
আশেপাশে ছড়ানো তার-
পাকা গিন্নী মুমু সোনার
নজর চতুর্দিক-
ঘুমের পরী হঠাত এসে
নামলো চোখে ঠিক-
নামলো চোখে ঠিক-
নামলো চোখে ঠিক।”
আমি আমার মনের চোখে ঠিক দেখতে পাবো যে
এই ছড়াটি পড়বে ও ওর বাপের কথা মনে করে ছল ছল চোখে আমাকে খুঁজবে। আমারো কেন যেন মনে
হয় আমাদের মেয়েটি এখনো সেই ছোট্টটিই রয়ে গেছে।
-নিজের লেখা
No comments:
Post a Comment