Thursday, April 4, 2024

নবী (সা.) তিলাওয়াতের সিজদায় গিয়ে দোয়া পড়তেন

 ‘সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু, ওয়া শাক্কা সাম‘আহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।

এর অর্থ, সেই মহান রবের উদ্দেশ্যে আমার মুখমণ্ডল সিজদা করল, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন।
হজরত আয়েশা (রা) বলেন, রাতে নবী (সা) সিজদার আয়াত পাঠ করার পর সিজদায় এই দোয়া বলতেন। (তিরমিজি, হাদিস: ৩৪২৫)
May be an image of stone-fruit tree, flower and eclipse
l reactions:

No comments:

Post a Comment