মুসলিম হওয়া সহজ নয়, মুসলিম হয়ে বাঁচাও সহজ কোন কাজ নয়!
আঙ্গুলের ডগার সামান্য ১ ইঞ্চি জায়গায় যে আল্লাহ কোটি কোটি মানুষের আঙুলের নকশাকে আলাদা প্যাটার্নে সাজাতে পারেন, সেই স্রষ্টার সামনে সিজদা দিতে কেন আমাদের এতো লজিক?
সূরা আয্-যারিয়াতে আল্লাহ বাতাসের কসম দিয়ে কথা শুরু করেন। এখানে বলা হয়, 'বাতাস যা বিক্ষিপ্ত করে এবং বহন করে'। এর তাফসির আসলে অনেক বড়, কিন্তু ছোট্ট একটি বিষয় এখন বলা খুব দরকার।
আল্লাহ বাতাসের কথা কেন বলেন? 'বাতাস বহন করে' - এটার সাথে এই সূরার কি সম্পর্ক?
যদি আপনি দেখেন, এই পূরা সূরাটি কিয়ামত নিয়ে কথা বলে, কিভাবে মানুষকে নিজ নিজ কাজের ফল ভোগ করতে হবে কিয়ামতের দিন। কিন্তু এটার সাথে বাতাসের কি সম্পর্ক?
আমরা যখন মারা যাই, আমাদের শরীর মাটির মধ্যে মিশে যায়। দিন দিন ধূলিকণাতে পরিণত হয়। আবার অন্য ধর্মের মানুষ মরদেহ পুড়িয়ে, ওই ছাই আকাশে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মরার পর, আপনার এই দেহ মাটিতে মিশে, ধূলো বালি হয়ে, ছাই হয়ে যেখানেই চলে যাক, আল্লাহ আপনাকে আবার আগের মতো আনবেন কিয়ামতের ময়দানে। ঐ বাতাস আপনার দেহকে যেখানেই নিয়ে যাক, আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। The depth of the Qur'an is incredible.
অবিশ্বাসীরা এক সময় ঠিকই আফসোস করে বলবে 'যদি আমরা মুসলিম হতাম'। কিন্তু তখন তাদের এই রিয়েলাইজেশন কোন কাজেই আসবে না!
সুরা আল হিজর, আয়াত ২
রেফারেন্স: https://bn.quora.com/profile/Arham-Kabir
No comments:
Post a Comment