Wednesday, April 23, 2025

ইসলাম, আল্লাহর ওপর স্থির বিশ্বাসের কথা বলে

 নিশ্চয় যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’ অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল।

[ সুরা আল-আহকাফ : আয়াত নং - ১৩ ও ১৪ ]
May be an image of ‎1 person and ‎text that says "‎فَلَا أسْتَقَُفُواْ ثُمَّ أللَهُ رَبَّنا قَالُواْ أَلَّذِينَ إنَّ ١٣ يَحْزَنُونَ هُمْ وَلَا عَلَيْهِم خَوفَّ كَانُوا بِمَا جرّآءُ فِيها خَلِدِينَ أَلْجََّةِ أصحَبُ أولَِكَ ١٤ يَعْمَلُونَ নিশ্চয় যারা বলে, 'আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল। সুরা আল- আহকাফ: আয়াতনং-১৩৩১৪] [Surah Al-Ahqaf -verse 13-14] 14] الله (ar: พะพพากาพพยา เพรราพ "‎"‎‎
All reactions:
Abdus Sabur Dhms

No comments:

Post a Comment