Thursday, November 30, 2023

তুলসীপাতা অতিরিক্ত ব্যবহারে কী অসুবিধা

 তুলসীপাতা বেশি পরিমাণ সেবনের ফলে শ্বাসকষ্ট, মূত্র ও কাশির সঙ্গে রক্ত যেতে পারে।

যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।
গর্ভাবস্থায় এটি সেবনের ফলে গর্ভপাত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
যাঁরা হার্ট ও হার্টের ভালভের সমস্যায় রক্ত পাতলা করার ওষুধ খান, তাঁরা তুলসীপাতা সেবনের ব্যাপারে সচেতন থাকবেন।
কাঁচা তুলসীপাতা খেলে দাঁতে কালচে দাগ পড়ার আশঙ্কা বেড়ে যায়।
May be an image of flower and Perilla
All reactions:
Abdus Sabur Dhms

No comments:

Post a Comment