Wednesday, June 24, 2020

আমার আব্বা ও বাবা দিবস

তাঁর কোন ছবি আমার দৃষ্টিসীমার ভেতরে নেই।
তাঁর ছবি তোলা আছে আমার মনের ভেতরে।
তাঁর সে ছবি আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়।
আব্বা খুব বেশী উপদেশ আমাকে দেন নি।
তিনি বলেতেন, দুনিয়াটা খোলা। তোমার জন্য যদি একটি শষ্য দানা আল্লাহর জমিনের যে কোন জায়গায় থেকে থাকে সেটা তোমার কাছে আসবেই অথবা তুমি সেখাানে যাবে। এটি নিরেট সত্য। আমি তার প্রমাণ পেয়েছি।
তিনি বলেতেন, দুনিয়াটা দেখে নেবে। আমি দেখেছি।
তিনি বলেতেন, দুনিয়াটার যেখানেই যাবে, “তোমার আল্লাহকে যদি ভুলে যাও, তবে তোমার সব শেষ হয়ে যাবে।
আমি আমার প্রভুর স্মরণ করি।
তিনি আমাকে প্রায়ই বলেতেন, সূরা আল ‘আরাফের শেষ অংশে বলা আছে, “তোমার রবকে স্মরণ করো সকাল-সাঁঝে মনে মনে কান্নাজড়িত স্বরে ও ভীতি বিহ্বল চিত্তে এবং অনুচ্চ কণ্ঠে৷ তুমি তাদের অন্তরভুক্ত হয়ো না যারা গাফলতির মধ্যে ডুবে আছে৷” -আল কুরআনের সবচেয়ে সহজ অথচ কঠিন একথাগুলো অবশ্যই মানবে।
আব্বা আর বেশী কিছু বলেন নি।
আমি মনে করি, তিনি আমাকে এমন বেশী কিছু দিয়েছেন যা আমি ধারন করতে পারছিনা।
আমি চাই আল্লাহ তাঁকে ফিরদৌসে নেবেন।

No comments:

Post a Comment