যার আত্মার প্রশান্তি নেই, তার সৌন্দর্য নেই!!
প্রকৃতপক্ষে সৌন্দর্য মানে কিন্তু উজ্জ্বল গায়ের রং, দীঘল চুল কিংবা চাকচিক্যের বাহার নয়; বরং সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে অন্তরাত্মার প্রশান্তি। অকৃত্রিম সৌন্দর্যের জন্য জীবনধারা হতে হবে স্বাস্থ্যকর। পুষ্টিকর খাবারদাবার, পর্যাপ্ত তরল গ্রহণ, ঠিকঠাক ঘুম আর মানসিক শান্তি—যেকোনো একটির ব্যাঘাত ঘটলেই নষ্ট হতে পারে সৌন্দর্য।
যন্ত্রের ওপর নির্ভরতা কমান। সময়মতো ঘুমান। ভোরে ঘুম থেকে উঠুন। সময় কাজে লাগান। সম্পর্কগুলোর যত্ন নিন। জীবন উপভোগ করুন, উপভোগ করুন পৃথিবীর সৌন্দর্য। সত্যিকার সৌন্দর্য আপনার কাছে ধরা দেবেই।
No comments:
Post a Comment