Thursday, October 11, 2018

মানুষ বনাম মানুষ হওয়া

“নিজের বিবেককে কাজে লাগিয়ে যে ব্যক্তি বা সত্তা তার নৈতিক দায়িত্ব-কর্তব্যগুলো যথাযথভাবে পালন করেন, চরিত্রের ভালো উপাদানগুলো গ্রহণ ও মন্দ উপাদানগুলো বর্জন করেন তিনিই প্রকৃত বা ভালো মানুষ”।
A MAN IS A PHYSICO-CHEMICAL SYSTEM WITH A SPECIFIC AND VARYING LEVEL OF ORGANIZATION PATTERN, SELF REGULATIVE, SELF PERPETUATING IN CONTINUOUS ADJUSTMENT WITH THE ENVIRONMENT. - C.P. HICKMANN
‘Human being’ is generally defined as being a member of Homo sapiens race.
‘Being human’ means displaying characteristics that are unique to human beings.
The meaning of being human also differs according to various factors like religion, nationality, family background etc.
মানুষ শব্দের ক্রিয়াপদ ‘মানুষ করা’। মানুষ শব্দের দ্বিতীয় ক্রিয়াপদ ‘মানুষ হওয়া’। মানুষ হওয়া মানে সত্য বলা, কারো ক্ষতি না করা, প্রতিশ্রুতি রক্ষা করা, আপদে-বিপদে অন্যকে সাহায্য করা, সদাচরণ করা ইত্যাদি। সকলে যদি প্রকৃত মানুষ হতো তাহলে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ভুলে গিয়ে মানব জাতি এক শান্তির সমাজে বসবাস করতো।
#আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা) কে প্রশ্ন করা হলো, ভালো মানুষ কে? মহানবী(সা) বলেন, ভালো মানুষ তিনিই যে আল্লাহকে বেশি ভয় করে। (বুখারী : ৪৬৮৯)
#আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। (বুখারী: ৩৫৫৯)
#আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে নিজ পাওনাদারের পাওনা উত্তমভাবে পরিশোধ করে। (বোখারী : ২৩০৫)
#আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) এর নিকট আরজ করা হলো, হে আল্লাহর রাসূল সর্বোত্তম মানুষ কে? তিনি বললেন- ঐ ব্যক্তি, যার অন্তর পাপমুক্ত, পরিষ্কার, কারো প্রতি কোন আক্রোশ ও বিদ্বেষ নেই এবং যে সত্যবাদী হয়। (ইবনে মাজাহ: ৪২১৬)
#আসমা বিনতে ইয়াজিদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবীকে (সা) বলতে শুনেছি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। (ইবনে মাজাহ: ৪১১৯)
অবশ্য হাদিসগুলোতে রাসূল (সা) স্থান, কাল, অবস্থা, প্রেক্ষাপটের আলোকে সর্বোত্তম মানুষ বা ভালো মানুষের পরিচয় তুলে ধরেছেন।
ভালো হওয়া অসাধ্য বা কঠিন কোন কাজ নয়। ভালো হতে প্রয়োজন শুধু সদিচ্ছা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে একটি দৃঢ় প্রত্যয়ের। যেসকল গুণে গুণান্বিত হলে ভালো মানুষ হিসেবে নিজকে উপস্থাপন করা যায় এরমধ্যে অন্যতম হলো-
১. সততা
২. ন্যায়পরায়ণতা
৩. সত্যবাদিতা
৪. প্রতিজ্ঞা বা ওয়াদা পূরণ
৫. আমানতদারিতা
৬. দয়া
৭. ক্ষমা বা মার্জনা করা
৮. বিনয়-নম্রতা
৯. ভদ্রতা
১০. ভালোবাসা
১১. লজ্জাশীলতা
১২. সদুপদেশ
১৩. ধৈর্য
১৪. সহযোগিতা
১৫. সমবেদনাবোধ
১৬. সহনশীলতা
১৭. পরোপকারিতা
১৮. কলুষমুক্ত অন্তর
১৯. চারিত্র্যিক স্বচ্ছতা
২০. আল্লাহভীতি বা তাকওয়া
২১. আত্মত্যাগ
২২. অল্পে তুষ্টি
২৩. অন্যের দোষ গোপন রাখা
২৪. মহানুভবতা
২৫. সুধারণা পোষণ করা
২৬. নিষ্ঠা
২৭. নিয়মানুবর্তিতা
২৮. বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদের স্নেহ
২৯. ভালো কাজের আদেশ
৩০. মন্দ কাজের নিষেধ
৩১. অপরের কল্যাণ কামনা
৩২. আত্মমর্যাদাসম্পন্ন
নিজকে ভালো মানুষ হতে হলে যে সব বর্জনীয় ত্রুটি থেকে নিজকে মুক্ত রাখা দরকার তার মধ্যে প্রধানতম হলো-
১. মিথ্যা বলা
২. গর্ব-অহংকার
৩. হিংসা-বিদ্বেষ
৪. গীবত-পরনিন্দা
৫. অপরাধ
৬. অশ্লীলতা
৭. কুধারণা
৮. কৃপণতা
৯. ঘৃণা
১০. মাদকাসক্তি
১১. বিশ্বাসঘাতকতা
১২. লোভ-লালসা
১৩. চোগলখুরী
১৪. জুলুম-নির্যাতন
১৫. অপচয়.
১৬. সীমালঙ্ঘন
১৭. সন্ত্রাস
১৮. গুপ্তচরবৃত্তি
১৯. অন্ধ অনুকরণ
২০. কাপুরুষতা
২১. ঠাট্টা-বিদ্রুপ
২২. প্রতারণা
২৩. প্রদর্শনেচ্ছা
২৪. ধোকা দেয়া
২৫. মিথ্যা অপবাদ দেয়া
২৬. গালাগালি
২৭. মুনাফেকী করা
২৮. রাগ
২৯. অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করা
৩০. প্রতিশোধ প্রবণতা
সমাজ সচেতন ব্যক্তিবর্গের বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম হলো:
১. দায়িত্ববান- সচেতন বা কর্তব্যনিষ্ঠ ব্যক্তি কোন দায়িত্ব নিতে ভয় পান না, তেমনি দায়িত্ব পালনে কোন গড়িমসির আশ্রয় নেন না।
২. সময় সচেতন- কর্তব্যনিষ্ঠ ব্যক্তি সময়ের ব্যাপারে হবেন একশভাগ সচেতন। সময়কে তিনি কাজে লাগাবেন যথাযথ ভাবে। তার নিজের কর্মস্থলের সময় যেমন তিনি মেনে চলবেন, তেমন অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করবেন।
৩. আবেগ নিয়ন্ত্রণকারী- তিনি নিজের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সম হবেন। তাদের জানা থাকবে ইতিবাচক আবেগের সুফল এবং নেতিবাচক আবেগের কুফল।
৪. কোন অজুহাত নয়- কর্মনিষ্ঠ ব্যক্তি সকল কাজের ক্ষেত্রে অজুহাতকে এড়িয়ে চলে। নিজের ভুলে কোন কাজে ত্রুটি-বিচ্যুতি হলে তার দায় নিতে দ্বিধা করেন না।
৫. সহযোগিতাপূর্ণ- তারা হবেন পারস্পরিক সহযোগিতাপূর্ণ। কাজের ক্ষেত্রে অন্যের কোন সমস্যায় সহযোগিতার হাত প্রসারিত করবেন।
৬. আত্মপ্রত্যয়ী- তিনি হবেন আত্মপ্রত্যয়ী। সবাইকে সাথে নিয়ে কঠিন কার্যের সমাধানে হবেন দৃঢ় মনোবলের অধিকারী।
৭. সময়ের কাজ সঠিক সময়ে ও সঠিকভাবে সম্পন্ন করা সচেতন ভালো মানুষের অন্যতম বৈশিষ্ট্য।
৮. একজন সমাজ সচেতন মানুষ সদা সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যাকে পরিত্যাগ করবেন। নিজ নিজ ধর্মের অনুশাসন বা বিধি-বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলবেন।
৯. নিজের মাতা-পিতা, ভাই-বোন, স্ত্রী-পুত্র-কন্যা, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন, সমাজ, দেশ, দেশের মাটি, মানুষকে অন্তর দিয়ে ভালোবাসবেন।
১০. একজন সচেতন ব্যক্তি সর্বদা পরোপকারী হবেন। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যকে উপকার করার মানসিকতা লালন করবেন।
উত্তম ও অধম
কুকুর আসিয়া এমন কামড় দিল
পথিকের পায়,
কামড়ের চোটে, বিষ দাঁত ফুটে
বিষ লেগে গেল তায়।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যাথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে, ভরতসনা ছলে
রাখিয়া কপালে হাত,
তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে,
তোমার কি ছিল না দাঁত?
কষ্টে হাসিয়া আর্ত কহিল,
তুই রে হাসালি মোরে,
দঁাঁত আছে বলেই কুকুরের পায়ে
দংশি কেমন করে?
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কিরে কুকুরে কামড়ানো,
মানুষের শোভা পায়?

No comments:

Post a Comment