Thursday, October 11, 2018

ভুলে যাও আর ক্ষমা করে দাও

ভুলে যাওয়া আর ক্ষমা করার মধ্যে ভালবাসার প্রতিফলন ঘটে। অবস্থা পরিবর্তন হয়। অবস্থা কখনোই এক রকম থাকে না। কিন্ত এর অনুরনন মনে রয়েই যায়।
তাই মনটাকে খুলে দাও। উদার হও। নিজেকে দুঃখ থেকে মুক্ত করো। ভুলে যাও আর ক্ষমা করে দাও। তাহলে প্রতি মূহুর্তে (সারা জীবন) শান্তিতে বসবাস করা যাবে। 
To forgive and forget is to reflect love. Situations pass, they cease to exist, but they continue to be alive in the mind.
Open your heart and be generous, free yourself from that sorrow, forgive and forget and you will live every moment in peace.
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
I heard Messenger of Allah (ﷺ) saying, "When Allah created the creatures, He wrote in the Book, which is with Him over His Throne: 'Verily, My Mercy prevailed over My Wrath.

No comments:

Post a Comment