নবী(সা.) বলেছেন যে চুপ থাকে সে মুক্তি
পায়। তিনি আরো বলেন, মু’মিন জীবনের বৈশিষ্ঠ্য হলো কম বা অল্প কথা বলা। বিনা প্রয়োজনে
কথা বলার দরকার নেই। তিনি হাসি মুখে থাকার কথা বলেছেন। প্রয়োজনে সদালাপ করতেও বলেছেন।
নবী(সা.) বলেছেন মু’মিন সে ই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে।
চুপ থাকার উপকারিতাঃ
১. চুপ থাকা পরিশ্রমবিহীন ‘ইবাদত
২. চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব
৩. চুপ থাকা প্রাচীরবিহীন দুর্গ
৪. চুপ থাকা অস্ত্রবিহীন বিজয়
৫. চুপ থাকা ফিরিশতা ক্কিরামান ক্কাতেবীন
বা সম্মানিত লেখকদ্বয়কে অবসর দেয়া
৬. চুপ থাকা মুত্তাক্কীদের অন্যতম বৈশিষ্ঠ্য
৭. চুপ থাকা জ্ঞানীর অন্যতম বৈশিষ্ঠ্য
৮. চুপ থাকা অজ্ঞদের কথার প্রত্যুত্তর
৯. চুপ থাকা দোষ-ত্রুটির আচ্ছাদন
১০. চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক
No comments:
Post a Comment