Monday, May 18, 2020

বর্তমান- এটাই হলো গিফট


অতীতটা ইতিহাস। ওকে আপন পথে যেতে দাও। ভবিষ্যতটা তমসাচ্ছন্ন। ওকে সামনের দিকে আসতে বারন করোনা। এখন যে সময় বা বর্তমান- এটাই হলো গিফট। বরমাল্য। শ্রেষ্ঠতাজ্ঞাপক।  এখানে সরব উপস্থিতি খুবই প্রয়োজনীয়।  কেননা, অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যত আশ্বাস কোনটাই ফলদায়ী নয়। বর্তমানটাই জীবন্ত। বলা হয়- yesterday has certainly passed and tomorrow will never come. আরো বলা হয়- yesterday is a stale cheque, tomorrow is a promissory note and today is the ready cash. Use it. অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই।  ভবিষ্য‌ত নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি।  চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো।


নোঙর তোল তোল সময় যে হোল হোল
হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও।
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল
দূর দিগন্তে সূর্য রথে
দৃষ্টি রেখেছে স্থির
সবুজ আশার স্বপ্নেরা আজ
নয়নে করেছে ভিড়
হৃদয়ে তোমার মুক্তি আলো
আলোর দুয়ার খোলো


ওই যে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে।
সামনে যখন যাবি ওরে
থাক্‌ না পিছন পিছে পড়ে,
পিঠে তারে বইতে গেলি,
একলা পড়ে রইলি কূলে।

ঘরের বোঝা টেনে টেনে।
পারের ঘাটে রাখলি এনে,
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে।
ডাক রে আবার মাঝিরে ডাক,
বোঝা তোমার যাক ভেসে যাক,
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণমূলে।



No comments:

Post a Comment