হে মানুষ! অবশ্যি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি প্রমাণ, (মুহাম্মদ সা:) আর আমি তোমাদের কাছে পাঠিয়েছি একটি সুস্পষ্ট নূর (আল কুরআন)। তাই যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং মজবুতভাবে আঁকড়ে ধরবে তাকে, তিনি তাদের দাখিল করবেন তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে এবং তাদের পরিচালিত করবেন তাঁর দিকে সিরাতুল মুস্তাকিমে (সরল সঠিক পথে)।
Tuesday, October 29, 2024
শিশুকে সুপার ফুড ডিম খাওয়ানো
মায়েরা নবজাতক শিশুদের খাবারের ধরন নিয়ে দুশ্চিন্তা ও দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আমরা জানি, ছয় মাস পর্যন্ত মায়ের দুধই শিশুর জন্য পূর্ণাঙ্গ খাবার। ছয় মাস বয়সের পর শিশুকে বাড়তি খাবার দিতে হয়। এ সময়ে কী খাওয়াবেন বা কী পরিমাণে খাওয়াবেন, কী দিয়ে শুরু করবেন—তা অনেক মা বুঝতে পারেন না। অনেকের মনে প্রশ্ন থাকে, ডিম দিলে অ্যালার্জি বা পেট খারাপ হবে কি না কিংবা শিশুর খাবারে ডিম যোগ করবেন কখন থেকে। এ বিষয়ে পাঁচজন পাঁচ রকম মতামত দিয়ে থাকেন। ডিম একটি সুপার ফুড। শিশুর মানসিক বিকাশ ও শরীর গঠনে এটি খুবই গুরুত্বপূর্ণ খাবার।
ভিন্ন কিছু করো
ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী—এ কথা যেমন সত্য, তেমনই এ–ও তো সত্য, পৃথিবীকে সুন্দর রাখতে অবিরাম চেষ্টা করে চলেছেন বহু মানুষ। এর মধ্যে আপনার নামটি কোথায়—পৃথিবী ধ্বংস করা ব্যক্তিদের দলে, নাকি সুন্দরের দলে? এই জিজ্ঞাসার জবাব খোঁজার দায়িত্ব রইল আপনার কাছেই। আমরা বরং সুন্দরের কথা বলি।
দীর্ঘসূত্রীতা নিয়ে কথা procrastination
Psychology proves procrastination is caused by anxiety, fear of failure and lack of structure.
Live Healthy
Living a good and healthy life doesn’t have to be complicated. By focusing on a few essential habits, anyone can improve their well-being and enjoy a more fulfilling life. Small, consistent changes in daily routines can make a significant impact on physical, mental, and emotional health.
Are eggs good for skin?
Yes, eggs can be beneficial for the skin in several ways. Here are some of the key benefits of eggs for skin health:
How many eggs per day?
The number of eggs one can safely consume per day varies based on individual health, dietary needs, and lifestyle. However, general guidelines suggest the following: